শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ৯০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ হওয়া রোগীদের অধিকাংশ অভয়নগর উপজেলার আশেপাশের এলাকার বাসিন্দা।
১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়া রোগীরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসা শুরু করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা শুরু করেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নওয়াপাড়ার বাসিন্দা পিয়াল জানান, ভাংগাগেট ভৈরব ব্রিজের পুর্ব পাশে দেওয়াপাড়ায় ঈদ মেলায় দেওয়া অস্থায়ী একটি ফুসকার দোকান থেকে কলসি ফুসকা নামের এক প্রকার ফুসকা খেয়ে তার পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং হয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।