শিরোনাম
◈ বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন ◈ বিএনপির বিরুদ্ধে এনসিপির বিস্ফোরক অভিযোগ ◈ প্রধান উপদেষ্টার চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য-বিনিয়োগে  ◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান  ◈ গুলশান-বনানীর সড়ক ব্যবহারে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ ◈ ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি ◈ ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যে আলোচনা হলো ◈ ভাইরাল মাফলার নিয়ে নতুন যে তথ্য দিলেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, কেউ নিলে খুব ভালো না নিলে কিছু করার নেই ◈ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ঈদের নামাজ আদায়ে মুসল্লীদের বিক্ষোভ!

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঈদের নামাজ ও খুতবা শেষে হট্টগোল সৃষ্টি হয় পরবর্তীতে মুসল্লিগণ দোয়া পড়া ছাড়াই ঈদগা মাঠ ত্যাগ করেন।এই ঘটনায় পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মো. ইসলাম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।

এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঈদের মাঠ তৈরি হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে এই ঈদগাহে মাঠে নামাজ পড়িয়ে আসছেন স্টেশন জামে মসজিদের ঈমাম মো. ইসলাম উদ্দিন। ঈদগাহ মাঠে ঈদের জামাত মসজিদের ইমাম না পড়িয়ে অন্য একজন ইমাম দিয়ে নামাজ পড়ানো হলে নামাজ শেষে হাজারো মুসল্লীগণের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সাধারণ মুসল্লীগণ জানান, পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ৪৯ বছর ধরে নামাজ পড়াচ্ছেন ইমাম মো. ইসলাম উদ্দিন। তিনি নিয়মিত ঈদের নামাজ পড়ান এখন হঠাৎ করে ইমাম সাহেবকে কমিটির লোকজন ইমামতি করতে না দেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কি ভাবে ঈদগাহ মাঠের কমিটি করেছে কিভাবে এই ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত নিয়েছে এর জবাব তাদেরকে দিতেই হবে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম সাহেবকে দেখতে আসেন এবং উপস্থিত সকলের কাছে উনার জন্য দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়