শিরোনাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্য

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে আতশবা‌জি ফোটানোর সময় শীশা গলায় ঢুকে মোঃ রা‌ফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ মার্চ) রাতে ৮ টার দিকে পৌর  শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রা‌ফি পটুয়াখালী পৌর শহরের মুন্সেফপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ ম‌নির হোসেনের ছেলে।

রা‌ফির মামা মোঃ বশার উদ্দিন জানান, আমার ভাগনে চাঁদ দেখার পরে দোকান থেকে  আতজবা‌জি কিনে এনে ফোটাতে শুরু করেন। আমি তাকে নিষেধ করে বাজারে গিয়েছি। রাত ৮টার দিকে বাসা থেকে খবর দিয়েছে আতশবাজি ফোটাতে গিয়ে রা‌ফি অনেক আহত হয়েছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রা‌ফিকে মৃত্যু ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত  চি‌কিৎসক জানান, আতশবা‌জির মাথার শীশার অংশ সরাস‌রি ওই শিশুর গলার শ্বাসনালিতে প্রবেশ করেছে এতে তার মৃত্যু হয়েছে ।  হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় ।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় রা‌ফির প‌রিবারসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়