জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর পৌর এলাকার নারায়নপুর মোড় সংলগ্ন মডেল মসজিদের পাশে থেকে রোববার সকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছেন পুলিশ।
জীবননগর থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে,রোববার সকাল ১১ টার দিকে স্থানীয় পথচারিরা রাস্থা দিয়ে চলাচলের সময় পৌর এলাকার নারায়নপুর মোড় সংলগ্ন মডেল মসজিদের কাছে ১টি নীল রঙের প্লাস্টিকের পলিথিনে ভিতর অস্ত্র সদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের একট দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পলিথিনের ব্যাগটি থেকে পলিথিন দিয়ে মোড়ানো ট্রেগার পিন ও স্প্রিং খোলা অবস্থায় পরিত্যক্ত ১ টি ৭.৬২ পিস্তল, ১টি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেন। পিস্তলটি গায়ে ইংরেজিতে (মেড ইন ইউএসএ) লেখা আছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে জীবননগর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।