শিরোনাম
◈ পারস্পারিক শুল্ক নীতি ট্রাম্পের, ভারত-বাংলাদেশসহ আরও যেসব দেশ ক্ষতির মুখে পড়বে ◈ সাতক্ষীরায় ভাঙনকবলিত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ◈ জুলাই আগস্টের গণহত্যা: শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে ◈ চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে গিয়ে দুজনের মৃত্যু (ভিডিও) ◈ সরাসরি বাংলাদেশ ভাঙার উসকানি, হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড দাবি: ভারতীয় গণমাধ্যমের কলাম ◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত-পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আস্রাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।

নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন,ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ও বাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথাড়ি ভাবে কুপিয়ে তাদের হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনী দেয় স্থানীয়রা। পরে তার প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় দুই সহোদর। এ ঘটনায় তিনজনতে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল আজ মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়