শিরোনাম
◈ এবার তিন গুণ খরচ হচ্ছে নতুন টাকা ছাপাতে, কোন নোট ছাপাতে কত খরচ হয়? ◈ সেভেন সিস্টার্স ইস্যু: বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার ◈ তরুণীর ফোনে যেভাবে ফাঁদে পড়েন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতপর যা ঘটল... ◈ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: এক শিশু গুলিবিদ্ধ  ◈ বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে- শেখ হাসিনার এমন বার্তার নেপথ্যে যা জানা গেল ◈ বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ ও অস্পষ্টতায় জামায়াত: ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম (ভিডিও) ◈ ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে রুনা লায়লাকে নিয়ে যা বললেন শাহবাজ শরিফ ◈ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ◈ মোদির ব্যক্তিগত সচিব পদে নতুন অফিসার, কে এই নিধি তিওয়ারি? ◈ ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’পক্ষের সংর্ঘষে শ্রীমঙ্গল শহর রনক্ষেত্র: পুলিশসহ আহত ৬৪, সাবেক মেয়রসহ আটক-১৪

টমটম গাড়ীর পার্কিংকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে শ্রীমঙ্গল শহর রনক্ষেত্রে পরিণত হয়েছে। দুই দফায় প্রায় ৪ ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৬৪ জন আহত হয়েছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। খবর: মানবজমিন।

রবিবার (৩০ মার্চ) রাত পৌণে ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদার বাজারে পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.মহসিন মিয়া মধু’র মালিকানাধিন ‘বিনা লাভের বাজার’এর পাশে ব্যাটারী চালিত টমটম গাড়ী পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১ টার দিকে বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু ও তার লোকজন বিনা লাভের বাজার এ আসেন। এসময় তিনি পাশে কয়েকটি টমটম গাড়ী পার্কিং করা দেখে চালকদের দ্রুত সরিয়ে নিতে বলেন। এসময় চালকদের সাথে  মহসিন মিয়া তীব্র বাক বিতন্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় চালকদের পক্ষ নিয়ে সদর ইউনিয়নের সাবেক মেম্বার আনার মিয়া মহসিন মিয়ার সাথে তর্কে জড়ান।

এ খবর দ্রুত ছড়িয়ে পরলে মহসিন মিয়া মধুর অনুসারী ও টমটম চালকরা সংঘর্ষে লিপ্ত হন।
দুইদফায় এ সংঘর্ষে ‘বিনা লাভের বাজার’সহ একটি প্রাইভেট কার ও ৮টি টমটম গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ শহরের কেন্দ্রস্থল চৌমহনা, হবিগঞ্জ রোডের গদার বাজার,ষ্টেশন রোড, দেওয়ান বেকারী, ঘরনী ডিপার্টমেন্টাল ষ্টোর ও এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ দা’ লাঠি সোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। বিভিন্ন ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো পাথর, ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। এসময় ঈদের বাজারে কেনাকাটা করতে আসা মানুষজন নিরাপদ আশ্রয় নিতে দ্বিগবিদ্বিক ছোটাছুটি করতে থাকেন। অনেক ক্রেতা বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে  আটকা পড়েন। 

এদিকে ঈদকে সামনে রেখে টানা সাড়ে ৪ ঘন্টার সংঘর্ষের ঘটনায় শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এতে অনেকে ঈদের কেনাকাটা না  করে খালি হাতে বাড়ী যান। 
শহরের ব্যবসায়িরা জানান,ঈদকে সামনে রেখে চাঁদ রাতে তাদের শেষ মূহুর্তের বিক্রির সময়ে এমন সংঘর্ষের ঘটনায় বিরাট অংকের আর্থিক ক্ষতির মূখে পড়েন।

টমটম চালক আবুল কালাম আজাদ (৫২) বলেন, গত দুইদিন থেকে মহসিন মিয়া গদার বাজার এলাকায় বিনালাভের বাজারের পাশে টমটম গাড়ি পার্কিং করে রাখাকে কেন্দ্র করে চালকদের গালাগাল করে আসছেন। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে একই কারণে ওয়াজ উদ্দিন নামে এক টমটম চালককে অকথ্য ভাষায় গালাগাল করেন। এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।

দ্বিতীয় দফা সংঘর্ষে শহরের কেন্দ্রস্থল চৌমহনা, হবিগঞ্জ রোড, ষ্টেশন রোড, ভানুগাছ রোডে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। এসময় বাধ্য হয়ে পুলিশ ৫৬ রাউন্ড ফাকাঁ গুলি বর্ষন করে। এতে অন্তত: ২ টমটম চালক পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন, শহরতলীর পশ্চিম ভাড়াউড়ার বাসিন্দা শফিকুর রহমান (২৬) ও ছত্তার মিয়া (৪২)।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে রাত পৌণে ২টার দিকে সেনাবাহিনী শহরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন। রাত ৩টার দিকে সেনা সদস্যরা মহসিন মিয়া মধুর শহরের ডাকবাংলোস্থ পুকুরপাড়ের বাসভবন ‘মহসিন নিবাস’ ঘেরাও করে রাখেন। পরে ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ১৪ জনকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক ও ভয়ে কেউ দোকানপাট খুলেননি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: সম্রাট কিশোর পোদ্দার জানান, এ পর্যন্ত ৩৭জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ৩ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আহমেদ ফয়সাল জামান জানান, শ্রীমঙ্গল থেকে আসা এ পর্যন্ত ২৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী সদস্যরা সাবেক পৌর মেয়র মো.মহসিন মিয়া মধু, তার ভাই সেলিম মিয়া, ছেলে মুরাদ হোসেন সুমন, সাবেক পৌর কাউন্সিলর আলকাছ মিয়াসহ ১৪জনকে আটক করে ভোর ৪টার দিকে থানায় সোপর্দ করেছেন। 

ওসি জানান, সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ৫৬ রাউন্ড ফাকাঁ গুলি বর্ষন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়