শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোলাকিয়ায় ভাঙলো আগের সব রেকর্ড, ৬ লাখের বেশি মুসল্লির নামাজ আদায়

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : এক মাস সিয়াম সাধনার পর উপমহাদেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার প্রায় ৬ লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। গত বছর এই জামাতে ৫ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় দেশের বৃহৎ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, এবারের জামাতে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ঈদের জামাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসেন। ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ দুটি ট্রেন মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছে। সকাল ৯টার মধ্যেই পুরো ঈদগাহ ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়।

এবার দীর্ঘ ১৫ বছর পর জামাতের ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

ঈদগাহ ময়দানে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ জামাতে অংশ নিতে গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ দেশের ৬৪ জেলা থেকে মুসল্লিরা আসেন। অনেকে আত্মীয়-স্বজনের বাড়িতে, আবাসিক হোটেলে, মসজিদে বা খোলা আকাশের নিচে রাত কাটিয়ে জামাতে অংশ নেন।

নিরাপত্তার জন্য প্রশাসন পাঁচস্তরের ব্যবস্থা নেয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। নিরাপত্তা আরও জোরদারে সিসিটিভি ক্যামেরা, ছয়টি ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়