খুলনায় চাঁদরাতে দুর্বৃত্তদের গুলিতে শাওন নামে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ সড়কের বরফ কলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন আশঙ্কামুক্ত।
শাওন নতুন বাজার লঞ্চ ঘাটের পাশে তরিক গলির বাসিন্দা মো. শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শাওন বাবার মাছ ব্যবসা দেখাশুনা করেন। রাত পৌনে ৮টার দিকে ওই যুবক বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন মোটরসাইকেলে করে ছয় যুবক তাকে গুলি করে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা থানার ওসি হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বলেন, শাওনকে সন্ত্রাসীরা বাড়ির পাশেই গুলি করেছে। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তদন্ত করে জানা যাবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।