রতন কুমার রায়, ডোমার(নীলফামারী)প্রতিনিধি :
রোববার(৩০মার্চ) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী নুথুপাড়া গ্রামে দূর্ঘনাটি ঘটে। মৃতের চাচাতো বড়ভাই মোকাদ্দেছ আলী জানান,সকালে বাড়ী সংলগ্ন নিজের মুরগী খামারটি পানি দিয়ে ধুয়ে পরিস্কার করছে এরশাদ।সেখানে বিদ্যুতের একটি তার খামারে জমানো পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়।এরশাদের মা দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে।এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদকে মৃত বলে ঘোষনা দেন।
ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু মৃতের পরিবারের বরাত দিয়ে দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।