শিরোনাম
◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান  ◈ গুলশান-বনানীর সড়ক ব্যবহারে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ ◈ ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি ◈ ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যে আলোচনা হলো ◈ ভাইরাল মাফলার নিয়ে নতুন যে তথ্য দিলেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, কেউ নিলে খুব ভালো না নিলে কিছু করার নেই ◈ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ পারস্পারিক শুল্ক নীতি ট্রাম্পের, ভারত-বাংলাদেশসহ আরও যেসব দেশ ক্ষতির মুখে পড়বে ◈ সাতক্ষীরায় ভাঙনকবলিত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০১:২৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র রমজানেও বন্ধ ছিলনা অনৈতিক কর্মকান্ড: কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে আদর্শ সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় সেখান থেকে অনৈতিক কাজে জড়িত ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে "হোটেল ভিশন আবাসিক" হোটেলটিতে পবিত্র রমজানেও বন্ধ ছিলনা অনৈতিক কর্মকান্ড। সেখানে চলতো মাদক সেবনসহ দেহব্যবসা। এ অনৈতিক কর্মকান্ডের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের অভিযানে ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকান্ড, অশ্লিল কাজে যুক্তসহ মাদকাসক্ত থাকায় দন্ড বিধি ১৮৬০ এর ধারায় ২৯৪ (ক) মোতাবেক অপরাধ করায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, আটকদের কোতয়ালী থানায় নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে। অশ্লিল, মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩-২৪ সালে হোটেলটিতে অভিযান পরিচালনা করে শতাধিক নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়