শিরোনাম
◈ দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ পারস্পারিক শুল্ক নীতি ট্রাম্পের, ভারত-বাংলাদেশসহ আরও যেসব দেশ ক্ষতির মুখে পড়বে ◈ সাতক্ষীরায় ভাঙনকবলিত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ◈ জুলাই আগস্টের গণহত্যা: শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে ◈ চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে গিয়ে দুজনের মৃত্যু (ভিডিও) ◈ সরাসরি বাংলাদেশ ভাঙার উসকানি, হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড দাবি: ভারতীয় গণমাধ্যমের কলাম ◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা থেকে ১৪৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ফারুকী পার্কের সামনে  থেকে ১৪৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে যৌথ বাহিনী। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ভারতীয় মদ পাচারের কাজে ব্যবহ্নত ঢাকা মেট্রো ন-১২-৮১৫২ পিকআপ গাড়িটি এসময় জব্দ করা হয়। তবে এঘটনায় গাড়ির চালকসহ কোন মাদক কারবারিকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেওয়া হয়। পিকআপভ্যানটি না থামিয়ে মহাসড়ক থেকে দ্রুতগতিতে পৌর এলাকার ভেতরে প্রবেশ করে। ধাওয়া করে দাতিয়ারা ফারুকী পার্কের এলাকা থেকে পিকআপভ্যানটিকে আটক করা হয়। পরে গাড়ির ভিতর তল্লাশি করে ২৮ টি বস্তা থাকা  ভটকা, অফিসার্স চয়েসসহ বিভিন্ন ব্র্যান্ডের  ১ হাজার ৪৮০ বোতল  ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোফাজজর হোসেন জানান, পিকআপ গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।১৪৮০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চালককে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়