শিরোনাম
◈ পারস্পারিক শুল্ক নীতি ট্রাম্পের, ভারত-বাংলাদেশসহ আরও যেসব দেশ ক্ষতির মুখে পড়বে ◈ সাতক্ষীরায় ভাঙনকবলিত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ◈ জুলাই আগস্টের গণহত্যা: শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে ◈ চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে গিয়ে দুজনের মৃত্যু ◈ সরাসরি বাংলাদেশ ভাঙার উসকানি, হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড দাবি: ভারতীয় গণমাধ্যমের কলাম ◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের যে গ্রামগুলোয় রোববার ঈদ

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যে কারণে আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এদিন ঈদ উদযাপন করবেন।

এদের মধ্যে- চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুর, পিরোজপুর এবং ভোলা জেলার বেশকিছু গ্রাম রয়েছে। যেখানে স্থানীয় বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে একদিন আগে ঈদ উদযাপন করবেন।

দেখে নিন যেসব এলাকায় আগামীকাল ঈদ উদযাপিত হবে-

চাঁদপুর: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর এবং মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানি, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে।

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ মোট ১৩টি গ্রামের বাসিন্দারা রোববার ঈদ উদযাপন করবে। এছাড়া, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামেও ঈদ পালন করা হবে।

শরীয়তপুর: সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুরসহ ৩০ গ্রামে সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করা হবে।

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া, চকরগাছিয়া, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী, পারসাতুরিয়া ইউনিয়নের ৭৫-৮০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের ৬০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করবে।

ভোলা: ভোলার সদর উপজেলার বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে প্রায় ৫ হাজার বাসিন্দা রোববার ঈদ উদযাপন করবে।

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু বাসিন্দাও আগামীকাল রোববার ঈদুল ফিতর পালন করবেন। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়