শিরোনাম
◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ ব্যাংককে হতে পারে ইউনূস-মোদি বৈঠক ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন ◈ বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিৎ মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা: দেবপ্রিয় ◈ যে কারণে সন্তানদের ১ শতাংশও সম্পদের ভাগ দিবেন না বিল গেটস! ◈ লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ জন বাংলাদেশি উদ্ধার ◈ কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ ড. ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক হুমকি : মানিক্য দেববর্মা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৫৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে জিম্মি ৬ জেলেকে মুক্তি দেয়ায় পরিবারের মাঝে আনন্দ

জিয়াবুল হক, টেকনাফ : মিয়ানমারের আরাকান আর্মির হাতে জিম্মি থাকা বাংলাদেশি ৬ জেলেকে ২৮ দিন পর বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনলো বিজিবি। ঈদের আগে এমন মুক্তিতে ওই ৬ জেলে পরিবারের মাঝে বইছে আনন্দ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান।

ফেরত আসা জেলেরা হল, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত জাফর আলমের ছেলে মো. সোহেল (১৮), মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইসমাইল (৪০), সামসুল আলমের ছেলে মো. জসিম (১৯), হোসেন আহমেদের ছেলে মো. হোসেন আলী (১৪), ছৈয়দ আহম্মেদের ছেলে মো. শফিক (৩৩) এবং দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. আনোয়ারের ছেলে মো. শাহীন (১২)।

লে. কর্নেল ফারুক হোসেন খান বলেন, গত ১ মার্চ বিকেলে টেকনাফের নাফনদীতে মাছ ধরার সময় ইঞ্জিন চালিত বাংলাদেশি দুই নৌকা ভুলবশত জলসীমার মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা নৌকা দুটিসহ ৫ জেলেকে ধরে নিয়ে। এরপর গত ২৫ মার্চ নাফনদীতে মাছ ধরায় আরও এক জেলেকে ধরে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।

ঘটনা অবহিত হওয়ার পর থেকে বিজিবি ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফেরত আনতে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আরাকান আর্মি জিম্মি থাকা বাংলাদেশি এসব জেলেদের ফেরত দিতে সম্মত হয়।

অবশেষে শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে বাংলাদেশি এই ৬ জেলেকে ফেরত আনে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা। লে. কর্নেল ফারুক হোসেন খান আরও জানান, বাংলাদেশি জেলেদের ফেরত আনার পর তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়