শিরোনাম
◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ◈ এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক ◈ বিমসটেক সম্মেলন: মোদির টুইটে নেই ড. ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ ◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।


এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন । 

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, নিহত  বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে শুক্রবার রাতে চোর খুজতে গিয়ে সাততলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে  ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়