শিরোনাম
◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে : জ্যোতি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

এন এ মুরাদ, মুরাদনগর : মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ তিনজন  মাদক ব্যাবসায়ী আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার দুপুর ১টায় মুরাদনগর সদর ইউনিয়নের মাস্টার পাড়া বেড়িবাঁধের ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত মাদকব্যাবসায়ীরা হলো কসবা উপজেলার  কোল্লাপাথর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম,  দুলাল মিয়ার ছেলে সাইফুল ও মৃত জহির উদ্দিন মোস্তাফা। 

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর বেঁড়ি বাঁধের ওপর  দিয়ে  মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমানের  নেতৃত্বে এসআই রুহুল আমিন ও এসএস আই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে   যানবাহনে তল্লাসী চালায়।  এ সময় একটি গাড়ী  সন্দেহ হলে পুলিশ তাদেরকে নামিয়ে  তল্লাশি করে ১০ কেজি গাজাঁ উদ্ধার করে। পরে ওই ৩ জনকে  আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাহিদুর রহমান বলেন,  আটককৃত মাদক ব্যাবসায়ীদের  কাছ থেকে ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা   হয়েছে। আটককৃতদের রবিবার সকালে  কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়