শিরোনাম
◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অপহরণ চক্রের হোতা কেফায়েত আটক

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচারসহ ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক কেফায়েত উল্লাহ (২৭) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কচ্চপিয়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি একাধিক অপহরণসহ নানা ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জোরালো অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে মোট ১১টি মামলা রয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা কেফায়েত উল্লাহকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়