শিরোনাম
◈ এবার তিন গুণ খরচ হচ্ছে নতুন টাকা ছাপাতে, কোন নোট ছাপাতে কত খরচ হয়? ◈ সেভেন সিস্টার্স ইস্যু: বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার ◈ তরুণীর ফোনে যেভাবে ফাঁদে পড়েন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতপর যা ঘটল... ◈ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের গুলাগুলি: এক শিশু গুলিবিদ্ধ  ◈ বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে- শেখ হাসিনার এমন বার্তার নেপথ্যে যা জানা গেল ◈ বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ ও অস্পষ্টতায় জামায়াত: ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম (ভিডিও) ◈ ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে রুনা লায়লাকে নিয়ে যা বললেন শাহবাজ শরিফ ◈ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ◈ মোদির ব্যক্তিগত সচিব পদে নতুন অফিসার, কে এই নিধি তিওয়ারি? ◈ ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৩:২০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে আইন শৃংখলা পরিস্থিতি চরম অবনতি, ৭ মাসে ৩৫ খুন আতঙ্কে সাধারন মানুষ

তপু সরকার হারুন : ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব ও ফ্যাসিষ্ট্ সরকারের বিদায়ের রাজনৈতিক পট পরিবর্তনে শেরপুরে আইন শৃংখলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। এখনো চরম আতঙ্কে সাধারন মানুষ। খুন, ডাকাতি, লোটপাট, চুরি, দখল, চাঁদাবাজি, নদী দখল, পাহাড় দখল , রাজনৈতিক প্রতিপক্ষো কে হুমুকি দামকি দিয়ে বাড়ীঘর দখল , জ্বালাও পোড়াও , নারী ও শিশু নির্যাতন সহ নানাবিধ অপরাধ সংগঠিত হওয়ায় সাধারত মানুষ উদ্বেগ আতঙ্কে। 

সাধারণ মানুষের অভিযোগ কোথাও নিরাপদ নেই মানুষ। তবে পুলিশ দাবি করেছে আইন শৃংখলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। এ দিকেমব জাস্টিস (উচ্ছৃল জনতার বিচার) বা গণপিটুনির মতো ভয়ংকর আক্রমণ যেন উৎসবে রূপ নিয়েছে। নানা অপবাদ দিয়ে লোকজন জমায়েত হয়ে পিটিয়ে মারছে মানুষকে। এতে ঝরছে বহু তাজা প্রাণ। পরবর্তিত পরিস্থিতিতে অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৭ মাসে অন্তত ৩৫ জন খুন বেশি মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সাম্প্রতিক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারী ২০২৪ থেকে আগষ্ট ২০২৪ পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে ১৭ টি। আর ধর্ষন টি ৩৯ এবং অপহরণের ঘটনা ঘটেছে ১৪ টি। এদিকে আগষ্ট-২০২৪ থেকে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে ৩৫ টি, ধর্ষণ ৫২ ও অপহরণের ঘটনা ঘটেছে ২৭। এ ছাড়াও আগষ্ট-২০২৪ থেকে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত প্রত্যেক খুনের পর অভিযুক্ত ব্যাক্তি সহ শত শত সাধারণ মানুষের বাড়ি-ঘড়ে হামলা, ভাংচুর ও লোটপাট চালিয়েছে দুবৃত্তরা। অনেক ক্ষেত্রে বাড়ি-ঘরের চিহ্ন পর্যন্ত মুচে ফেলা হয়েছে। এ সব ঘটনায় অনেকে মামলা পর্যন্ত করতে সাহস করেন এখনো। 

শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি খুবই ভংগুর ছিলো। আমি সেপ্টেম্বও মাসে শেরপুরে যোগদান করার পর যেটি দেখেছি কোথাও অপরাধ সংগঠিত হলে পুলিশ দলগত ভাবেও বের হতে পারতো না। একটা ভয়ের মধ্যে ছিলো পুলিশ। মব জাস্টিস বা বিভিন্ন ব্যানারে মানুষের আইন না মানার যে প্রবনতা তা খুবই মারাত্মক ছিলো। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমার পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ ক্ষেত্রে শেরপুরের মানুষ আমাকে সহযোগিতা করেছে।

এদিকে সাম্প্রতিক কালে নতুন নতুন অপরাধ সংগঠিত হওয়ায় উদ্বেগে প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মানুষের মনে তৈরি হয়েছে ব্যাপক আতংক। সাধারণ মানুষের অভিযোগ কোথাও নিরাপদ নেই তারা। চরমোচারিয়া ইউনিয়নের হরিণধারা গ্রামের বাসিন্ধা রাজু আহাম্মেদ বলেন, আমাদের গ্রামে কয়েকদিন আগে স্কুলের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে একজন নিহত হওয়ার ঘটনায় আসামী সহ আশে পাশের প্রায় পাঁচশটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ব্যাপক লুটপাট চালিয়েছে দুবৃত্তরা। বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে।

৫ আগষ্ট পরবর্তী সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে শেরপুর সাংবাদিক মাসুদ হাসান বাদল বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে আমাদেরকে চিন্তিত করেছে আইনের প্রতি মানুষের ভয়ভীতি কমেছে এবং আইন শৃংখলা বাহিনি মাঠে তৎপর না থাকায় শেরপুরে আইন শৃংখলা বেশ অবনতি হয়েছে। একদল অপরাজনীতিবীদ, কিশোর গ্যাং এবং ফ্যাসিষ্টদের কিছু লোকজন মিলে শেরপুরকে অশান্ত করে ফেলেছে। সব মিলিয়ে শেরপুরের আইন শৃংখলা পরিস্থিতি নাজুক। রাষ্ট্রের সবচেয়ে বেশী প্রয়োজন এখন ল এন্ড ওয়ার্ডার
ফিরিয়ে নিয়ে আসা।

শেরপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এম কে মুরাদুজ্জামান বলেন, ৫ আগষ্টের পর নৈরাজ্য পরিবেশ তৈরি করার জন্যই আইন শৃংখলা পরিস্থিতি হযবরল অবস্থা সৃষ্টি করেছে। তবে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। এদিকে দলীয় দ্বন্দ্বের জেরে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া নিহত হন। গত ০২ ডিসেম্বর ২০২৪ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনাসদস্য কে পিটিয়ে হয়।

৯ সেপ্টেম্বর ২০২৪ রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় ও গৌরিপুর মহল্লার লোকজনের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ঘে ঘটনায় দু্জিন নিহত। নিহত যুবকের নাম মিজানুর রহমান (৩৫) সে গৌরীপুর মহল্লার বাসিন্দা। অপর নিহত শ্রাবন একই মহল্লার মিন্টু মিয়ার ছেলে। এদিকে ১৯ মার্চ্ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

তার বক্তব্যে বলেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি,সন্ত্রাস দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম ও নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়