শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে সাংস্কৃতিক কর্মীদের অভিযোগে স্থাগিত হলো প্রভাতী সংঘের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার,(যশোর) : গঠনতন্ত্র না মেনে প্রভাতী সংঘ নামে একটি রেজিষ্ট্রেশন  ক্লাব বিতর্কিতদের দিয়ে কমিটি অনুমোদনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অভিযোগে কার্যক্রম স্থাগীত করেছে সমাজ সেবা অফিস।
মঙ্গলবার(২৫ মার্চ) সকালে যশোর জেলা সমাজ সেবা কার্যলয়ের উপপরিচালক অসিত কুমার সাহার সাক্ষরিত একটি চিঠিতে কমিটি স্থাগীতের আদেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা  হয়েছে, প্রভাতী সংঘ নিবন্ধন নং (১০১/১৯৭৬, তাং ১৮/১০/১৯৭৬) যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন সাবেক কমিটির সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত পূ্র্বক প্রতিবেদন প্রদানের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তারা তদন্ত জমা দিবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন  কমিটির সব ধরনের কার্যক্রম স্থাগীত থাকবে।

এর আগে প্রভাতী সংঘের মেয়াদ শেষ হওয়াতে নতুন কমিটি তৈরীর প্রক্রিয়া চলাচ্ছিল সদস্যরা। কিন্তু বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের ইমদাদুল হক ইমদা ও মোস্তাফিজুর রহমান বাবু  কৌশলে সংগঠনটির  দলিল সংগ্রহ করে প্রভাব বিস্তারের মাধ্যমে  গত ১১ মার্চ একটি কমিটির অনুমোদন করিয়ে নেয়। পরে পূর্বের কমিটির সদস্যরা বিষয়টি জানতে পেরে সমাজ সেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নতুন কমিটি বাতিলের আবেদন করেন। এতে বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটি স্থাগীতের নির্দেশ দেয় সমাজ সেবা কার্যলয়।

বেনাপোলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবরিনা মমতাজ, মাসুদ মহাসিন জিএম আসরাফ আজিজুল হক ও জাকির হোসেন জানান, প্রভাতী সংঘ শার্শা- বেনাপোলের বুকে একমাত্র অরাজনৈতিক সংগঠন বলে ১৯৭৬ সাল থেকে তার ধারাবাহিকতা বহন করে আসছে। তবে গত ০৫ আগষ্ট হঠাৎ করে উশৃঙ্খল কিছু মানুষ বেনাপোল ষ্টেশন সড়কে অবস্থিত প্রভাতী সংঘ ক্লাবটি দখল করে তালা ঝুলিয়ে দেয়। পরে সেখানে রাজনৈতিক নেতাদের ছবি সাটিয়ে শালিস-বিচারসহ বিতর্কীত কার্যক্রম শুরু করে। বিষয়টি নিয়ে সাংস্কৃতি প্রেমীরা 

গণ মাধ্যমকর্মীদেরকে অবগত করলে গত বছরের ২২ সেপ্টম্বর প্রথম আলোসহ বিভিন্ন পত্র,পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে রিপোর্ট প্রকাশের পরের দিন বাধ্য হয়ে রাজনৈতিক নেতাদের ছবি সরিয়ে ক্লাবের দখল ছেড়ে দেয়  তারা। তবে নতুন করে প্রভাতী সংঘ দখল নিতে সমাজ সেবা কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে গত ১১ মার্চ একটি বিতর্কীত কমিটির জন্ম দেয় তারা। যে কমিটিতে  পুরানো কমিটি কোন ব্যক্তি  বা সাংস্কৃতি প্রেমীরা নাই। 

শার্শা উপজেলা ছাত্রদলের আহবাহক শরিফুল ইসলাম চয়ন ও বেনাপোল পৌর ছাত্রদলের আহবাহক আরিফুজ্জামান আরিফ জানান, আমরা আশা করবো সমাজ সেবা কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করবেন।  সৎ,শিক্ষিত,সাংস্কৃতিক মনা ও সামাজিক ব্যক্তিত্বদের  নিয়ে গঠন হবে প্রভাতী সংঘ। যাতে কোন ভাবে দাগী আসামী বা বিতর্কীতরা কমিটিতে স্থান না পায় অনুরোধ জানান ছাত্র নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়