শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ বুধবার (২৬ মার্চ) সকালে তার অফিসিয়াল ফেসবুক থেকে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়। 

পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ উল্লেখ করা হয়। স্ট্যাটাস দেওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই স্ট্যাটাস মুছে ফেলা হয়। পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে প্রথম স্ট্যাটাসটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান। 

এদিকে, স্ট্যাটাস দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। 

এ বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান বলেন, এটা অফিসিয়াল আইডি, এটার পাসওয়ার্ড কয়েকজনের কাছে ছিল। স্ট্যাটাসটা দেখামাত্র আমি এটি ডিলিট করে দিয়েছি। এটা পুরোপুরি অনাকাঙ্খিত। আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি পোস্ট করেননি। এ আইডির পাসওয়ার্ড নাকি অনেকের কাছে আছে বলে তিনি দাবি করেছেন। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়