শিরোনাম
◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও) ◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন ◈ বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিৎ মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা: দেবপ্রিয় ◈ যে কারণে সন্তানদের ১ শতাংশও সম্পদের ভাগ দিবেন না বিল গেটস! ◈ লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ জন বাংলাদেশি উদ্ধার ◈ কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ ড. ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক হুমকি : মানিক্য দেববর্মা ◈ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে : তথ্য উপদেষ্টা ◈ ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আদিত্যপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ (৭৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ১২ সদস্য উপজেলার চালিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর জামে মসজিদে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আসবাবসহ একটি অটোরিকশায় করে রওনা হন। পথে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হন এবং অটোরিকশার চালকসহ দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়