শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আদিত্যপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ (৭৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ১২ সদস্য উপজেলার চালিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর জামে মসজিদে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আসবাবসহ একটি অটোরিকশায় করে রওনা হন। পথে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হন এবং অটোরিকশার চালকসহ দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়