শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে আটক

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর পতিনিধি : লক্ষ্মীপুরে হাত-চোখ-মুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের (২৩) ঘটনার মামলায় প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযুক্ত জামাল ভুক্তভোগী গৃহবধূর ননদের স্বামী।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ইফতারের আগমুহুর্তে তাকে নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের শফি আলমের ছেলে। ভূক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, জামাল দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানায়। এ ঘটনায় সালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জামাল কারো কথা শোনে না। উল্টো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখে। সবশেষ সোমবার (২৪ মার্চ) ভোরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জামাল তাকে পেছন থেকে মুখ চেপে ধরে। পরে জামালের ডাকে আরও ৪ জন এসে তাকে জামা-কাপড় খুলে ও ওড়না দিয়ে হাত মুখ চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে জামাল তাকে ধর্ষণ করে। পরে শোর চিৎকার দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রাতে ধর্ষণের ঘটনায় জামালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ভূক্তভোগী নারী।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেন। র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। র‌্যাব থেকে আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আসামিকে তারা আমাদের কাছে হস্তান্তর করবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়