শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে রাতে দু’টি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

ফিরোজ আহম্মেদ , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে দুইটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল  নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মঙ্গলপৈতা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে সূবর্ণসারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
ক্ষতিগ্রস্থ মঙ্গলপৈতা বাজারের মোবাইল বিকাশ লোড এর ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যায়। বুধবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশ ড্রয়ার ভাঙ্গা টাকা ও মোবাইল নেই। আমির জানায়, তার অনুমান চোরেরা গভীর রাতে ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ নগদ দেড় লাখ টাকা ও মোবাইল সহ প্রায় দু’লাখ টাকার মালামাল নিয়ে গেছে। অনুরুপভাবে চোরেরা একই রাতেই ওই বাজারের বড় মুদি ব্যবসায়ী অমিত অধিকারীর দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে নগদ টাকা সহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। 

কালীগঞ্জ সূবর্ণসারা ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান, চুরির খবর পেয়ে সকালে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ্যরা এখনো কোন অভিযোগ না দিলেও পুলিশ চোর ও মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়