হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে রানা হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এসময় ওই ব্যবসায়ীর কাছে থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় বুধবার (২৬ মার্চ) বিকেলে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ওই ব্যবসায়ী ফরিদপুর শহর থেকে বাড়ি ফেরার পথে তাকে মারধর করা হয়।
মারধরের শিকার রানা হোসেন ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের তেলামুদ্দিনের ডাঙ্গীর পশ্চিম রামকান্তপুর এলাকার মৃত আব্দুস ছামাদ শেখের ছেলে বলে জানা যায়। ভুক্তভোগী পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গরু ব্যবসায়ী রানা হোসেন ফরিদপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাটিলক্ষীপুরের সুইচগেট এলাকায় পৌঁছালে মো. জাফর (৪২) নামে এক মাদকসেবিসহ কয়েকজন তাকে মারধর করেন। এসময় ওই ব্যবসায়ীর কাছে থেকে ১ লাখ টাকা ছিনতাই করেন। একই সাথে ঈদের আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফের তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি ওই ব্যবসায়ীর।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।