শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে চাঁদার দাবিতে গরু ব্যবসায়ীকে মারধর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে রানা হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এসময় ওই ব্যবসায়ীর কাছে থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় বুধবার (২৬ মার্চ) বিকেলে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ওই ব্যবসায়ী ফরিদপুর শহর থেকে বাড়ি ফেরার পথে তাকে মারধর করা হয়।

মারধরের শিকার রানা হোসেন ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের তেলামুদ্দিনের ডাঙ্গীর পশ্চিম রামকান্তপুর এলাকার মৃত আব্দুস ছামাদ শেখের ছেলে বলে জানা যায়।  ভুক্তভোগী পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গরু ব্যবসায়ী রানা হোসেন ফরিদপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাটিলক্ষীপুরের সুইচগেট এলাকায় পৌঁছালে মো. জাফর (৪২) নামে এক মাদকসেবিসহ কয়েকজন তাকে মারধর করেন। এসময় ওই ব্যবসায়ীর কাছে থেকে ১ লাখ টাকা ছিনতাই করেন। একই সাথে ঈদের আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফের তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি ওই ব্যবসায়ীর।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়