শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:১৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ  

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সিহাব নামের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে। বিশ্বস্ত সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার (২৪ মার্চ) সকালে ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পুড়ুয়া শিশুকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে বলাৎকার করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান শিহাব। 

ভুক্তভোগী পরিবারকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সমাধান করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছে। বিষয়টি অনেকের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে ঐ শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এক শিশুকে বলাৎকার করেছে। এমন কথাও এখন এলাকার লোকমুখে শোনা যাচ্ছে। 

অভিযুক্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
ভুক্তভোগী শিশুটির প্রবাসী বাবা সাইফহল ইসলাম শিপনের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এলাকার গণমান্য বক্তিরা বলেছে বিচার করে দিবে। তাই সামাজিকতার কথা চিন্তা করে থানায় অভিযোগ দায়ের করিনি।

অভিযুক্ত শিক্ষক ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সে ঐ গ্রামের একাব্বর মিস্ত্রির ছেলে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে এ ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়