শিরোনাম
◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪১ একর কার্গোভেহিকেলে আন্তর্জাতিক বন্দরে রুপ পেল বেনাপোল বন্দর

আইরিন হক, বেনাপোল(যশোর) : বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে  ৪১ একর জমিতে আধুনিক  সুবিধা নিয়ে এবার পূর্নাঙ্গ ভাবে শুরু হয়েছে ভারতের সাথে বানিজ্যিক কার্যক্রম। এর আগে ২৫ একর জায়গায় কাজ শেষ হলেও সীমান্তরক্ষী বিএসএফের বাঁধায় টার্মিনালটির ১৬ একরে কাজ বন্ধ ছিল। বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২৯ কোটি টাকা ব্যয়ে  এই কার্গো ভেহিকেল টার্মিনালটি নির্মাণ হয়েছে সীমান্তের শুন্যরেখায় বাংলাদেশ অংশে। এখানে একসঙ্গে ভারতীয় পণ্যবাহী  দেড় হাজার  ট্রাক পার্কিং, ট্রাক চালকদের জন্য অত্যাধুনিক ৩টা টয়লেট কমপ্লেক্স  সেবা ভবন,ইউটিলিটি ভবন,কার্গো ভবন,ফায়ার সার্ভিস ভবন রয়েছে। যা বাণিজ্য সম্প্রসারন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সামনের দিনে আরো বড় ভুমিকা রাখবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। 

বন্দর ব্যবহারকারীরা জানান, দেশের চলমান ১৪টি বন্দরের সাথে বর্তমানে  ভারতের আমদানি,রফতানি বানিজ্য হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বেশি বাণিজ্যের চাহিদা বেনাপোল বন্দর দিয়ে। তবে বন্দরটিতে জায়গা সংকীর্নতায় নানান প্রতিবন্ধকতার সন্মুখিন হতে হতো ব্যবসায়ীদের। অবশেষে বানিজ্যিক গুরুত্ব বিবেচনা করে ২০২২ সালের ফেব্রুয়ারীতে ৩২৯ কোটি টাকা বরাদ্ধে প্রথমে ২৫ একর ও পরবর্তীতে ১৬ একর জায়গা অধিগ্রহন করা হয়। পরবর্তীতে শুন্যরেখায় নির্মিত ভারতের পেট্রাপোল বন্দরের পাশেই ২৫ একর জায়গায় বাংলাদেশ অংশে নির্মান কাজ শেষে শুরু হয় ১৬ একরে। এতে সীমান্তরক্ষী বিএসএফ বাঁধা দিয়ে বন্ধ করে নির্মান  কাজ। বাধ্য হয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ ২৫ একরেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করে গত বছরে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ১৬ একরের কাজ শেষে এখন বাণিজ্য সেবা চলছে ৪১ একরের কার্গোভেহিকেল এ টার্মিনালটিতে।
 
পণ্য পরিবহরকারী ভারত থেকে আসা ট্রাক চালক অসিম কুমার জানান, বাণিজ্যিক সুবিধা  ও নিরাপত্তা বেড়েছে বন্দরে। এখন আর রাস্তার উপর পার্কিং করতে হয়নক।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস  এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান,
অবকাঠামো উন্নয়নে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বন্দরে রুপ নিয়েছে।  সামনের দিন গুলোতে বানিজ্য সম্প্রসারন ও রাজস্ব আয়ে বড় ভুমিকা রাখবে।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, কার্গো ভেহিকেল টার্মিনালটি ৪১ একর জমিতে এখন পূর্নাঙ্গ  বানিজ্য সেবা দিচ্ছে। বানিজ্যিক নিরাপত্তায় রয়েছে বন্দরের নিরাপত্তাকর্মী আনসার,বেসরকারি নিরাপত্তা সংস্থ্যা পিমা ও আর্মডস ব্যাটালিয়ন পুলিশ সদস্যরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়