শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে মুক্তি পেয়ে ছোট ভাইকে পিটিয়ে রক্তাত জখম

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী শহরের মতিহার থানাধীন ভাল্লুক পুকুর এলাকায় ২৩ মার্চ জামিনে মুক্তি পাওয়ার পর ২৪ মার্চ সকালে সাবেক ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ তার ছোট ভাই মনিরুল ইসলাম (৫৫) কে পিটিয়ে রক্তাত জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন এবং ২৩ মার্চ জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর, আবুল কালাম সন্দেহের বশে মনিরুল ইসলামের দোকানে গিয়ে তাকে গালিগালাজ করেন এবং দোকানের মালামাল নষ্ট করেন। প্রতিবাদ জানালে, আবুল কালামের মেয়ে ও ভাতিজা মোঃ রহমত (৪০) পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে মনিরুল ইসলামকে মারধর করেন, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ ঘটনার পর স্থানীয়রা মনিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে হামলার নতুন পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তিনি।

এছাড়া, এর আগে গত ১৫ মার্চ রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আবুল কালামের পক্ষে-বিপক্ষে থানার ভেতরে বাগ্‌বিতণ্ডায় জড়িছিলেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। পরে আসামিকে থানা থেকে আদালতে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় তিনি কৃষক দলের এক নেতাকে লাথি মারেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি বোয়ালিয়া থানার ভেতরে ঘটে। আবুল কালাম আজাদের (৫৫) বাড়ি নগরের বালিয়াপুকুর এলাকায়। তিনি বিসিআইসির সার ডিলার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ট্রাক–কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সভাপতি। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি উষামা বিন ইকবাল নামের একজন বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার ৬৫ নম্বর আসামি আবুল কালাম আজাদ।

মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দুপুরে শালবাগান প্রফেসর পাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে আবুল কালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিরুল ইসলামের আরেক ভাই সাইদুর রহমান, ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্ববায়ক ও কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু এবং ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ন আহ্ববায়ক মো: হেলাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়