ফুলবাড়ীতে ধরলা নদী ড্রেজিং এর দাবিতে মানববন্ধন
মো: শাহজামাল, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদায়ন ঘোষ সেবা সংস্থা ও একশনএইড এর যৌথ উদ্যোগে ধরলা নদী ড্রেজিং এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বিকালে ফুলবাড়ী ধরলা নদীর নিচে বালুর চরে শতাধিক শিক্ষার্থী ও কৃষকদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষকদের দাবী ধরলা নদী ড্রেজিং না হওয়ার কারনে নদী বিলিন হয়ে যাচ্ছে ফলে জেলেরা যেমন মাছ ধরতে পারছে না তেমনি কৃষকরা চাষাবাদ করতে পারছে না। তাই মানববন্ধন থেকে সরকারের কাছে নদী ড্রেজিং এর দাবি জানান অংশগ্রহণকারীরা।
এ সময় বক্তব্য পেশ করেন শ্রীজনী ইয়ুথ গ্রুপের সভাপতি মারুফ শেখ, ফুলবাড়ী ইয়ুথ গ্রুপের সভাপতি কারিমা ফেরদৌসী, স্থানীয় কৃষক আবেদ আলী, জেলে ইয়াছিন আলী প্রমূখ।