শিরোনাম
◈ আবারও বলছি এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা ◈ রূপপুরে টার্বাইন স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন ◈ হাসপাতালে এসে সাকিবের বাবা কুটিল বললেন, তামিমের বাবা আমার খেলার বন্ধু ছিলেন ◈ চিকিৎসকরা বলেছেন, তামিম ৩ মাস বিশ্রামের পর  মাঠে যেতে পারবেন  ◈ আল্লাহর অশেষ রহমত আর দেশবাসির দোয়ায় আমি ফিরে এসেছি, হাসপাতাল থেকে ফেসবুকে তামিম ◈ ইন্ডিয়া টুডের তথ্য বিকৃতি প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ ◈ ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন, যা বললেন ইসি সচিব ◈ ‘টেস্ট ড্রাইভের’ কথা বলে গাড়ি ছিনতাই, অস্ত্রসহ বুয়েটের সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার ◈ জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আপত্তি বিসিপির ◈ ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন আর নেই

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা : র‌্যাবে হাতে ঘাতক স্বামী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে (২৫) পিটিয়ে হত্যার প্রধান আসামী মোঃ শাহিনুর রহমান (৩০) র‌্যাব-৫ এর হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব জানায়, ২৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শাহিনুরের সাথে আফরিনের ৫ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই শশুরবাড়ি থেকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। প্রথমে ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করা হলেও, তার পরেও শাহিনুর ও তার পরিবার আফরিনের কাছে আরও টাকা দাবি করে। ৩ লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য দাবী করলে, আফরিনের পরিবার আবারো ২ লক্ষ ১০ হাজার টাকা দেয়। কিন্তু এরপরেও নির্যাতন অব্যাহত থাকে।

গত ১৪ মার্চ, আফরিন মোবাইল ফোনে তার পরিবারের কাছে জানায় যে, তার স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ননদ মিলে তাকে মারধর করছে। এর পর, শাহিনুর আফরিনকে তলপেটে লাথি মারে এবং অন্যান্য আসামিরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে আফরিনের মৃতদেহ ঘরের মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের পিতা দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এবং তদন্তের মাধ্যমে ২৩ মার্চ প্রধান আসামী শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে, মামলার অন্য আসামী মোঃ আব্দুল জলিল (৫৫) এবং মোছাঃ শ্যামলী (৩৫) গ্রেফতার হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়