শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৪:১১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দেয়ার আহ্বান-শামা ওবায়েদের 

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : সংস্কারের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু।
 
শুক্রবার (২১ মার্চ)সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য,, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে.এম. ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামা ওবায়েদ।
 
নগরকান্দা উপজেলা সদরে এমএন একাডেমীর মাঠে নগরকান্দা ও সালথা উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত স্মরণসভায় নগরকান্দা উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কে এম ওবায়দুর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার মৃত্যুতে বিএনপি'র যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা দীর্ঘ সময়েও পূরণ হয়নি। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়