সুন্দরবনে লাগা আগুন রাতের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলম তেজী এলাকায় শনিবার দুপুরে আগুন দেখতে পায় টহলরত বনকর্মীরা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাসহ সহকারী বন সংরক্ষক।
পরবর্তীতে আগুন নেভাতে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রল গ্রুপের শতাধিক সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা কাজে যোগ দেন। ইতোমধ্যে আগুনের ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ‘ফায়ার লাইন’ তৈরি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের সমতলে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। ইতোমধ্যে বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ৩ কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রেস উইং থেকে আরও জানানো হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশার কথা জানিয়েছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। উৎস: চ্যানেল২৪