শিরোনাম
◈ ‘গতকাল পর্যন্ত আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল, আজ, আমি কেবল একটি সংখ্যা’ ◈ ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ◈ তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা রক্ষা করা ‘সম্ভব’ নয়: এরদোয়ান ◈ আন্দোলনরত শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের লাঠিচার্জ–টিয়ারশেল (ভিডিও) ◈ এবার পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি ◈ বাংলাদেশ–ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন ◈ ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদকসহ অর্ধেকই ছাত্রলীগ ◈ রাজনৈতিক দলগুলো সংস্কারে ঐকমত্য হবে? ◈ বিএনপির লজ্জিত হওয়া উচিত, হান্নানের ওপর হামলা প্রসঙ্গে বললেন সারজিস ◈ একটি রাত যেভাবে গুজবে ভরপুর হয়ে গেল!

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২

পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ‘সমন্বয়ক’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উৎস: বিডিনিউজ২৪

শনিবার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান।

গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো. কিছলুর ছেলে মুসাব্বির মাহমুদ সানি এবং একই গ্রামের লিটন শিকদারের ছেলে মিলন শিকদার।

তাদের মধ্যে সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।

ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে হামলার পরপর শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, “হামলাকারীদের মধ্যে সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবার তারা স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিসে থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে লাগানো সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন তারা।”

এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন তিনি।

ওসি আব্দুস সোবাহান বলেন, “ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়