শিরোনাম
◈ সয়াবিন তেলের মূল্য লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা ◈ মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্প: নিহত শতাধিক, নিখোঁজ ৭০ ◈ ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা ◈ মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ? ◈ ড. ইউনূসের প্রশংসায় তুরস্কের ফার্স্ট লেডি ◈ থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ◈ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল থাইল্যান্ড: চোখের পলকে ধসে পড়ল ৩০ তলা ভবন, ব্যাংককে জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার গুণই গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
জানা যায়, ওই দিন রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওতপেতে থাকা কয়েক বখাটে তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
 
এদিকে কিশোরীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। অবশেষে রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
 
কিশোরীর চাচা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই প্রভাবশালী। এ ঘটনায় যেন মামলা না করা হয় ও কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
 
বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানা পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। পরে আমরা বিষয়টি বানিয়াচং থানাকে জানিয়েছি।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়