শিরোনাম
◈ ব্যাংক দেউলিয়া হলে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গ্রাহক ◈ ঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবের সঙ্গে একমত এনসিপি ◈ ঈদযাত্রায় সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ◈ একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি (ভিডিও) ◈ দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার  ◈ ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন: হান্নান মাসুদ ◈ স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি: সারজিস ◈ ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি ◈ মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তারা ১৮ কোটি মানুষের শত্রু : বুলু

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ ‍বুলু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জঠিল সমীকরণের দিকে যাচ্ছে মন্তব্য করে বলেন, সমগ্র জাতিকে সজাগ থাককে হবে। গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবারের আত্মীয়-স্বজন দেশে যে পরিমান অনিয়ম-দুনীতি করেছে তার বিচার এই বাংলার মাটিতে হবে এবং যারা আওয়ামীলীগকে দাঁড় করানো ও তাদের পক্ষ কথা বলবে তারা ১৮ কোটি মানুষের শত্রু বলে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোন জঙ্গীবাদ নেই এবং এ দেশে জঙ্গীবাদের উত্তান হবে না। বিএনপি গণতান্ত্রিক পন্থায়ে দেশ পরিচালনা করতে চায়। ড. ইউনুছকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাবেক বিচারপতি সাহাবুদ্দিনের মতো আপনিও একটি নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণ যাকে খুশী তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক।

শনিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভুত্থানে শহীদ ১১ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বুলু।

চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়