শিরোনাম
◈ ভারত কেন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, প্রশ্ন যোগী আদিত্যনাথের ◈ অপহৃত আ. লীগ নেতাকে উদ্ধার, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ আটক ৫ ◈ বাংলাদেশের হামজাকে নিয়ে উন্মাদনায় ভারতীয় সমর্থকরা ◈ সৌদি আরবে ৫ লাখ রিয়ালের ক্রিকেট টুর্নামেন্ট, আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ◈ অতিকথন মোটেও ভালো নয়, আপনি সীমা লঙ্ঘন করেছেন : হাসনাতকে জিল্লুর রহমান (ভিডিও) ◈ বাফুফেকে অনুসরণ করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ◈ ক্রিকেটারদের অভিযোগে আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে ইরফান পাঠান বাদ ◈ হাসনাতের বক্তব্য “অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার”: নেত্র নিউজকে সেনাসদর ◈ ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে, ফ্রান্সই সন্ত্রাসী বিস্তারের প্রধান হাতিয়ার: ক্রেমলিন ◈ টাঙ্গাইলে গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে আগুন, ধারেকাছে নেই পানির উৎস

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তারা অগ্নিনির্বাপণে প্রাথমিক কাজ শুরু করেছেন। 

শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় বনকর্মকর্তা মো. নূরুল করিম।

স্থানীয়রা জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার স্থানের দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানিয়েছেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লেগেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে যতটুকু খোজ খবর নিয়েছি যায়গাটা বেশ দুর্গম। ধারেকাছে পানির উৎস নেই। আগুন লাগার স্থান থেকে বেশ খানিকটা দূরে পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হতে পারে। বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ফায়ার লাইনের কাজ শুরু হয়েছে। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়