শিরোনাম
◈ আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই : মির্জা আব্বাস  ◈ স্বাধীনতা দিবসে যে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে হারালো আর্জেন্টিনা  ◈ ফিল সিমন্স ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ থাকছেন, চুক্তি সম্পন্ন ◈ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গাব্বা স্টেডিয়াম ভেঙে ফেলা হবে  ◈ সংকট উত্তরণে নির্বাচনেই সমাধান দেখছেন রাজনীতিবিদরা, বিশেষজ্ঞরা যা বললেন ◈ স্বাধীনতা দিবসের চিঠিতে শেখ মুজিবুর রহমানের জন্য মাগফিরাত কামনা, প্রশাসনিক কর্মকর্তা নমিতা দে’কে ওএসডি ◈ ঢাকা মেডিকেলের ২২ কোটি টাকা সাশ্রয় এক সিদ্ধান্তে ◈ জাপায় লাঙল নিয়ে ফের কাড়াকাড়ি ◈ ছোট হয়ে আসছে দেশের শ্রমবাজার, রপ্তানি কমেছে ৩০ শতাংশ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত পাঁচ

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা নগরের অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে নয় তলা ভবনের নিচতলায় তলায় এ আগুন লাগে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভবনের প্রথম তলায় ‘স্বপ্ন’ চেইন শপের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে।

ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, প্রচন্ড ধোঁয়ায় ব্যাংকের এসি গুলো গলে গিয়েছে। এখনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।  ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। ধোঁয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। উপরে একটি কোচিং সেন্টার আছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। নয় তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন। তাদেরকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়