শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত পাঁচ

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা নগরের অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে নয় তলা ভবনের নিচতলায় তলায় এ আগুন লাগে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভবনের প্রথম তলায় ‘স্বপ্ন’ চেইন শপের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে।

ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, প্রচন্ড ধোঁয়ায় ব্যাংকের এসি গুলো গলে গিয়েছে। এখনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।  ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। ধোঁয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। উপরে একটি কোচিং সেন্টার আছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। নয় তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন। তাদেরকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়