শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। শনিবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর দপ্তরের কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে গত (২১ মার্চ) রাত সাড়ে ১০ টায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বৈকন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এরআগে, গত (১৬ মার্চ) রাত ১০ টা ১০ মিনিটে বৈকন্ঠপুর বাজার এলাকা থেকে রিয়াজ উদ্দিন সেখ, হৃদয় সেখ সম্পর্কে চাচা-ভাতিজা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধ্যা না পেয়ে গত (১৭ মার্চ) রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। পরে (২০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকণ্ঠপুর দক্ষিনে ভেড়াদহ ব্রীজের নিচে কচুরি পাড়ার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় চাচা-ভাজিতার লাশ ভেসে উঠে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের দৃষ্টি হয়। পরে র‌্যাব-১২’র অভিযানে বহুল আলোচিত ক্লুলেস মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়