শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর বাসন এলাকার জায়ান্ট নীট ফ্যাশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃর্পক্ষ। এর প্রতিবাদে শনিবার (২২ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশে জায়ান্ট নীট ফ্যাশন কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো বলে জানায়।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে প্রথমে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করা হয়।

পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে আগালে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গত ২০ মার্চ শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা ম্যানেজমেন্টের চারজন কর্মকর্তাকে মারধর করে।

এ ঘটনায় যৌথবাহিনি চার শ্রমিককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়।

অপর দিকে, ঈদের ছুটি ১১ দিনের পরিবর্তে ১২ দিনের দাবিতে সদর উপজেলার ভবানিপুর এলাকার গ্রীন ফাইবার কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে ১০ মিনিটের মতো সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ ২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, 'এক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল।

ওই জেরে আশপাশের কয়েকটি কারখানা শনিবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।' সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়