শিরোনাম
◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় নাজিমুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহত এবং আহতরা সম্পর্কে ভাই।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিসাধীন অবস্থায় নাজিমুদ্দিন মারা যানে এবং গুরুতর আহত তার দুই ভাইকে রাজমাহী মেমডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের চেলে।

নিহতের ছেলের নাইম উদ্দিন ও গ্রামবাসী জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তিনি আদালতে মামালা করার পর আজ সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন ও তার চাচাত ভাই আরিফ ও জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়েয় ফারুক তিন জনকেই এলোপাথাড়ি ছুরকাঘাত করে। আহত অবস্থায় গ্রামবাসী তিন জনকে উদ্ধার করে নাটোর সদরর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। উৎস: চ্যানেল আই অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়