শিরোনাম
◈ কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ কুয়েটের ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, শিক্ষা উপদেষ্টার অনশন প্রত্যাহারের অনুরোধ ◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় নাজিমুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহত এবং আহতরা সম্পর্কে ভাই।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিসাধীন অবস্থায় নাজিমুদ্দিন মারা যানে এবং গুরুতর আহত তার দুই ভাইকে রাজমাহী মেমডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের চেলে।

নিহতের ছেলের নাইম উদ্দিন ও গ্রামবাসী জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তিনি আদালতে মামালা করার পর আজ সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন ও তার চাচাত ভাই আরিফ ও জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়েয় ফারুক তিন জনকেই এলোপাথাড়ি ছুরকাঘাত করে। আহত অবস্থায় গ্রামবাসী তিন জনকে উদ্ধার করে নাটোর সদরর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। উৎস: চ্যানেল আই অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়