শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে পাহাড়-নদীর চর কেটে মাটি ও বালু বিক্রির ঘটনায় ৩টি মামলা দায়ের

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত পানিউমদা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দেবপাড়া ইউনিয়নের সদরঘাটে বিজনা নদী থেকে মাটি বিক্রির ঘটনায় জুনেদ মিয়া নামে এক ব্যক্তিকে আসামী করা হয়েছে ও দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর থেকে অবৈধভাবে মাটি-বালুর বিক্রির ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়- উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নের পানিউমদা এলাকায় গত দুই সাপ্তাহ ধরে এক্সভেটর (ভেকু) মেশিনের সাহায্যে একটি বিশাল পাহাড় কেটে বিভিন্ন স্থানে পাহাড়ের লাল মাটি চড়াদামে বিক্রি করেছেন পানিউমদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম। পাহাড় কাটার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সরেজমিনে পাহাড় কাটারস্থান পরিদর্শন করেন। এ ঘটনায় পানিউমদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে পানিউমদা গ্রামের মৃত হারিছ উদ্দিনের ছেলে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম, ঠান্ডা মিয়ার ছেলে জনি মিয়া, মৃত আলা উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া, ভরগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে আকলু মিয়া, পুটিজুড়ি এলাকার এক্সভেটর মেশিনের মালিক সুহেল আহমদকে আসামী করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নবীগঞ্জ থানায় মামলা নং ১৭ দায়ের করা হয়। 

অপরদিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাটে বিজনা নদী থেকে ভেকু মেশিনের সাহায্যে মাটি বিক্রির ঘটনায় দেবপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সত্যেন্দ্র চন্দ্র দাস বাদী হয়ে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে জুনেদ মিয়াকে আসামী করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নবীগঞ্জ থানায় মামলা নং ১৭ দায়ের করেন। এছাড়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর থেকে অবৈধভাবে মাটি-বালুর ঘটনায় ইনাতগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম তারেক বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নবীগঞ্জ থানায় মামলা নং ১৬ দায়ের করা হয়। 

এ প্রসেঙ্গ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- পাহাড়-টিলা কাটলে, নদ-নদী থেকে ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করলে কাউকে ছাড় দেয়া হবেনা, যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- পরিবেশ আইনে নবীগঞ্জ থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলাগুলো তদন্তের ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়