শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নিহত ইউপি মেম্বরের পরিবার পায়নি আইনি সহায়তা

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি : পুলিশ পরিচয়ে প্রতারকদের হুমকিতে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন এক ইউপি মেম্বর। সেই একই ঘটনার ভূক্তভোগী ৪ জন ইউপি মেম্বর তাদের নিরাপত্তায় আইনি সহায়তা পেতে করেছেন থানাতে অভিযোগ। 

তারা হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর সদস্য আলী আকবর মালিতা, ৩নং ওয়ার্ডের মেম্বর সদস্য মুনছুর আলী, ৭নং ওয়ার্ডের মেম্বর সদস্য উজ্জল হোসেন ও ৮নং ওয়ার্ডের মেম্বর সদস্য বদিউজ্জামান টিটো। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানাতে উপস্থিত হয়ে ওই অভিযোগটি দায়ের করেন। 

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে মোবাইলে পুলিশ পরিচয়ে এক প্রতারক মামলার ভয় দেখিয়ে টাকা দাবী ও আটকের হুমকি দিলে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর সদস্য আমিনুল ইসলাম। 

ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুচ আলী স্বাক্ষরিত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ১৫ মার্চ রাত ৯ টা ৫২ মিনিটে ০১৩১৪-৮৯২০২১ নং মোবাইল থেকে থানার এ এস আই মাসুদ বলছি পুলিশ পরিচয়ে এক প্রতারক তাকে কল দেয়। এ সময় বলে তোর নামে মামলা আছে। নাম খারিজ করতে দুই লাখ টাকা দাবী করে নানা ভয়ভীতি দেখায়। টাকা দিতে অসিকৃতি জানালে প্রতারক তাকে গালীগালাজ ও আরো ৫/৬ টি মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি ও ভয়ভীতি দেখায়। 

ইউপি সদস্য ইউনুচ আলী আরো জানায়, একই রাতে অজ্ঞাত প্রতারক চক্রটি তারমত অত্র ইউনিয়নের আরো ৫ জন ইউপি সদস্যকে একইভাবে মোবাইলে টাকা দাবী ও হুমকি দিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বর সদস্যদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়াতে তারা নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে থানা পুলিশের দ্বারস্থ্য হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ নিতে নানা তালবাহানা ও বিভিন্ন অজুহাত দেখায়। মেম্বরদ্বয় বলেছেন, অভিযোগটি করতে তারা দুপুরে থানাতে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে আড়াই ঘন্টা বসিয়ে রেখে বিকালে অভিযোগটি নিলেও তার রিসিভ কপি দেয়নি। ঘটনাটি যাচাই করে পরে রিসিভ কপি দিবে বলে জানিয়েছে।

অজ্ঞাত প্রতারকদের হুমকিতে আতংকিত মেম্বরদ্বয় সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় আমাদের একজন মেম্বার সদস্য মারা গেলেও পুলিশ এখনও কোন আইনি সহায়তা করেনি। একই ঘটনার ভূক্তভোগী আমরাও আইনি সহায়তা পাবো কিনা এ নিয়ে সন্দিহান। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। 
 
এসব বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছেন। সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়