শিরোনাম
◈ ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব ◈ সুন্দরবনের আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ ◈ এবার এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক ◈ মাহমুদুর রহমানের আওয়ামী লীগের বিষয়ে ৩ প্রস্তাব ◈ কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর ◈ একজন আজ ফোন করে বলেছেন, ঢাকায় ফিরলে গ্রেপ্তার করা হতে পারে: রংপুরে জি এম কাদের ◈ সুলভমূল্যে মাংস, ডিম, দুধ বিক্রির পরিধি বাড়ালো সরকার ◈ ‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ৩৯৩, মামলা ১১৬ ◈ বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ গ্রেফতার ৭১

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০১:৪৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়ভাগ এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতির সন্ধ্যার পর এ দুর্ঘটনা হয়।

নিহত জাহাঙ্গীর আলম (৩৯) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাহাঙ্গীর আলম অফিস শেষে মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে যান পিকআপের চালক।

এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়