শিরোনাম
◈ কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ কুয়েটের ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, শিক্ষা উপদেষ্টার অনশন প্রত্যাহারের অনুরোধ ◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও সজিবের প্রাণ বাঁচাতে পারল না পরিবার

স্বপ্নের দেশ ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সজিব সরদার (২৮)। বুধবার দিবাগত রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপু‌রে তার মৃত্যুর খবর জানানো হয়। 

নিহত সজিব জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারায় গ্রামের চান মিয়া সরদারের ছেলে।

নিহতের পরিবার জানায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেয়। সেখান থেকে সরাসরি ইতালি নেওয়ার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। দুই দফা বিক্রি করে সজিবকে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। বুধবার সজিবের অবস্থা খারাপ দেখে মাফিয়ারা রাস্তায় ফেলে যায়। খোঁজ নিয়ে লিবিয়ায় থাকা পরিচিত কয়েকজন সজিবকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত সজিবের বাবা বলেন, আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায়। সেখানে বিক্রি করে দেয়। ৪ মাস আটকে রেখে মারধর করে। শিকল দিয়ে বেঁধে রাখে। মারধরে আমার ছেলেটা গতকাল (বুধবার) মারা গেছে।

নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন, দফায় দফায় ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। বাবা জমি বিক্রি করে দিয়েছে ওর জন্য। সরকারের কাছে আমার ভাইয়ের লাশ যেন বাড়ি আসে এই দাবি জানাই। আর দালাল বোরহানের ফাঁসি চাই। 

এ বিষয়ে অভিযুক্ত দালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, বিষয়টি মর্মান্তিক। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়