শিরোনাম
◈ কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ কুয়েটের ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, শিক্ষা উপদেষ্টার অনশন প্রত্যাহারের অনুরোধ ◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা কারাগারে

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা।

 স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যান। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে ওই ব্যক্তি তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন ওই ব্যক্তিকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার ছোট বোন ও অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়িতে এসে মাটিতে পরে মূর্ছা যায়। পরে আশপাশের লোকজন ছুটে আসে।

জানতে চাইলে শিশুটির মা বলেন, ‘বাড়িতে এসে মেয়ের মুখে শোনার পর আনোয়ারকে বিষয়টি বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ৯৯৯ নম্বরে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘ঘটনাটির বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়