শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিরল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহদেম বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ বরকতুল্ল্যাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, এ মৌসুমে মুগডাল আবাদ করার জন্য ৩০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ৫ কেজি, রাসায়নিক সার পটাশ ৫ কেজি এবং ডেব ১০ কেজি জনপ্রতি কৃষকের মাঝে বিতরন করা হয়। আউশ ধান আবাদের জন্য ৭০০ জন কৃষককে নির্ধারন করা হয়েছে। জন প্রতি কৃষককে ধান বীজ ৫ কেজি, রাসানিক সার পটাশ ১০ কেজি এবং ডেব ১০ কেজি করে বিতরন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়