শিরোনাম
◈ আইপিএল চলাকালে গেমরুমে জুয়া খেলা নিয়ে যা বললেন রামানদীপ ◈ আসন্ন ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার! ◈ ভক্তদের উদ্দেশে আর্জেন্টাইন কোচ, মেসির বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তাকেই নিতে দিন ◈ কেন ইউক্রেনে শান্তিবাহিনী পাঠাতে উদ্যোগী ফ্রান্স ও ব্রিটেন? ◈ ‘জুনে ফিরছি’, ধন্যবাদ জানিয়ে বলে গেলেন হামজা ◈ কাতারের কাছে ১৯৬ কোটি ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানিতে মস্কোর সহযোগিতা চায় ঢাকা, গম ও সার আমদানি করবে বাংলাদেশ ◈ বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনের এক্সিম ব্যাংক ◈ রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ◈ ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চাওয়া উজ্জল ‘মানসিক ভারসাম্যহীন’

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস, ঝরতে পারে যেসব অঞ্চলে

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নানা জায়গায় ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দেশের বিভিন্ন জায়গায়ও আজ বৃষ্টি শুরু হয়েছে। ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

এতে আরও বলা হয়, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, বিদ্যুৎ চমকাতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ বিদ্যুৎ চমকাতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়