শিরোনাম
◈ প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ ◈ দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ ◈ অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শফিকুল আলম ◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর তত্ত্বাবধানে র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (১৯ মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাকে পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে অন্য দুই সহযোগী। র‍্যাব বলছে, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, নরসিংদী র‍্যাব-১১ ও ভৈরব র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে বুধবার ভৈরবের বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে রাতে রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ গ্রেপ্তার নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় সিপিএসসি নরসিংদী ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এর আগে রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রহিমাবাদ এলাকার ৫০ বছর বয়সী তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হন। এ সময় ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।

ঘটনার পর দিন সোমবার রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। উৎস: কালবেলা।

 ্

  • সর্বশেষ
  • জনপ্রিয়