শিরোনাম
◈ প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ ◈ দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ ◈ অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শফিকুল আলম ◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আজিজুল ইসলামঃ  যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে ইমরান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার এ আদালত পরিচালনা করেন। মোবাইল চুরি এবং মাদক বহন ও সেবনের অপরাধে ভ্রাম্যমান
আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে ইমরান (২৮) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও সে বিভিন্ন সময় সে চুরি কাজের সাথেও জড়িত থাকে। থানায় এর আগে সে দুটো মাদক মামলার আসামী। মঙ্গলবার সকালে পুকুরিয়া গ্রামের গ্রামপুলিশ লিচমিন বেগমের ঘর থেকে মোবাইল চুরি করে চম্পট দেয়। এসময় গ্রামবাসী ইমরানকে হাতেনাতে ধরে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ও বাঘারপাড়া থানার এসআই পলাশ ঘটনাস্থলে যেয়ে ইমরানকে তল্লাশী করে চুরির মোবাইল ফোন, গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এসময় নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য সেবন ও বহনের অপরাধে ৩৬(১) ও ৪২(২) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান,‘ইমরানের স্বীকারোক্তি এবং মাদক বহন ও সেবনের যথেষ্ট প্রমান থাকায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় আদালত আরো বলেন, পরিবার এবং প্রতিবেশীরাও তার উপর অতিষ্ট ছিলো’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়